Sunday, February 8, 2015

তুর্কি সমালোচনা


তুর্কীদের একটা অভ্যাস খুব খারাপ, সেটা হলো: খাওয়া শেষ হতে না হতেই টেবিল পরিস্কারের জন্য প্লেট ধরে টানা টানি শুরু করে দেয়। ভাবটা এমন; অনেক খেয়েছ বাছা, বিলটা দিয়ে এখন যাও।
যেমন: আপনি হয়ত খাওয়া শেষ করেননি প্লেটে খাবার অর্ধেক অবশিষ্ট আছে, আপনি ড্রিঙ্কস পান করছেন আর পাশের জনের সাথে কথা বলছেন। কিছুক্ষণ পর বুঝতে পারবেন, আপনার প্লেট টা নেই, ওয়েটার বিদ্যুত গতিতে এসে প্লেটটা নিয়ে গেছে। অধিকাংশ তুর্কি ইংরেজি বোঝে না,  তাই ইংলিশে কিছু বললেও বোঝে না।

সমস্যা হলো তুর্কীদের সংকৃতিতে। তুর্কীদের এই ধরনের ব্যবহারকে অনেকে তুর্কীদের অভদ্রতা মনে করেন। তুর্কীদের এই বিষয় গুলি নিয়ে তুরস্কের প্রতিবেশী দেশগুলোতে অনেক কৌতুক প্রচলিত আছে।

বাঙালি হিসাবে আমি গর্ব করে বলতে পারি যে আমরা অতিথি পরায়ন জাতি। 
Arifur Rahman Cartoonist, Animator, Illustrator, Painter, Blogger and Web Developer.

No comments:

Post a Comment